অস্ট্রেলিয়া স্বীকার করেছে, তাদের সামরিক বাহিনী বেআইনিভাবে আফগানিস্তানে বহু বেসামরিক নাগরিক এবং জেল-বন্দীকে হত্যা করেছে। ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে অস্ট্রেলিয়ার সেনারা।
আফগানিস্তানে অস্ট্রেলিয়া সেনাদের বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে গত কয়েক বছর ধরে তদন্ত চালানোর পর দেশটির সামরিক বাহিনীর প্রধান আজ (বৃহস্পতিবার) এই স্বীকারোক্তি করলেন।
অস্ট্রেলিয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান আঙ্গুস ক্যাম্পবেল বলেন, তদন্তে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে যে, আফগানিস্তানে অস্ট্রেলিয়ায় সেনারা বাজে আচরণ করেছে এবং তারা বেআইনিভাবে অন্তত ২৯ জন আফগান নাগরিককে হত্যা করেছে। এর মধ্যে বেশ কয়েকজন কারাবন্দি রয়েছেন।আজ রাজধানীর ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে জেনারেল আঙ্গুস এর তথ্য জানান।
তিনি বলেন, এলিট সেনাদেরকে হত্যাকাণ্ডের দায় মুক্তি দেয়ার সংস্কৃতি এই ধ্বংসাত্মক অবস্থা তৈরিতে সহায়ক হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত