লেবাননের কারাগার থেকে ৬০ বন্দি পালিয়েছে। এদের মধ্যে পাঁচ জন গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়েছে বলে শনিবার দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।
লেবানিজ বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ভোরে বাদবা জেলার কারাগারের দরজা ভেঙে বন্দিরা পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৯ জন বন্দি পালিয়েছিল। এদের মধ্যে আট জনকে আটক করা হয়েছে। একটি গাড়ি আটকের পর তাতে করে পালানোর সময় পাঁচ জন নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ