ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ফয়সাল মিকদাদকে অভিনন্দন জানিয়েছেন।
জারিফ রবিবার রাতে তার নয়া সিরীয় সমকক্ষকে অভিনন্দন জানাতে তাকে টেলিফোন করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার নয়া পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে দামেস্কের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার হবে।
একইসঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের মৃত্যুতে দেশটির সরকার ও জনগণকে সমবেদনা জানান।
এর আগে রবিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক ডিক্রি জারি করে উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
সিরিয়ার প্রেসিডেন্টের দফতর এক ঘোষণায় বলেছে, বাশার আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদ সম্প্রতি মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিমের স্থলাভিষিক্ত হবেন।
সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লিম গত সোমবার ৭৯ বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/কালাম