ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন তার পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরব সফরের কথা ফাঁস হওয়ার পর ইয়োসি কোহেন এ সফর বাতিল করলেন।
ইসরায়েলের দৈনিক ইয়েদিয়োথ অহরোনথ পত্রিকায় অ্যালেক্স ফিশম্যান নামে একজন সামরিক বিশ্লেষক গতকাল (শুক্রবার) লিখেছেন, “রিয়াদ এ সফর বাতিল করেছে কারণ নেতানিয়াহু সৌদি আরবের নিওম শহরে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার ২৪ ঘণ্টার মধ্যে তা ফাঁস করে দিয়েছেন।
ফিশম্যান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের খবর প্রকাশ করে যে গর্ব দেখাতে চেয়েছেন তাতে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ এ বৈঠকের কথা অস্বীকার করলেও তা নাকচ করে দেন ইসরায়েলের এ বিশ্লেষক। তিনি বলেন, সৌদি সরকারের অনুমতি নিয়ে বৈঠকের কথা ফাঁস করা হয়েছে এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এ খবর অস্বীকার করা।
বিডি প্রতিদিন/আরাফাত