অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লালমনিরহাটের কালীগঞ্জে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার মদনপুর বৈরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজমুন নাহার খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠ’র লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, শিক্ষক আরিফা সুলতানা, প্রশিক্ষক সবিতা রায়, বসুন্ধরা শুভসংঘের রাকিব ইসলাম, সুস্মিতা চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাজমুন নাহার খন্দকার বলেন, অসচ্ছল নারীদের সচ্ছল করার উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের একটি অন্যতম মহতী কাজ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা প্রশিক্ষণ শেষে নিজ পায়ে দাঁড়াতে পারবেন।
প্রশিক্ষণার্থী সামিনা আক্তার বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল সেলাইয়ের কাজ শেখার। কিন্তু ছিল না ট্রেনিং নেওয়ার সুযোগ, সামর্থ্য ছিল না মেশিন কেনার। কিন্তু এবার সেই আশা পূরণ হলো, এতে আমার অনেক উপকার হবে।
তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণে ১৫ জন অসচ্ছল নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘ তাদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করবে।
বিডি প্রতিদিন/এমআই