সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামির কাবুলভ আজ বুধবার এক বিবৃতিতে বলেন, পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা একেবারে সারবত্তাহীন এবং অযৌক্তিক। এর সমর্থনে কোনো তথ্য নেই।
তিনি বলেন, ইরান এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো প্রমাণ নেই। পম্পেওর এই দাবির মধ্যে দিয়ে মার্কিন প্রশাসন এমন কিছু করতে চান যাতে ইরান আঘাতপ্রাপ্ত হয়। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক