২৭ জানুয়ারি, ২০২১ ১৮:০০

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে কি বলছে তেহরান

অনলাইন ডেস্ক

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে কি বলছে তেহরান

প্রতীকী ছবি

ইরানে হামলার শক্তি দখলদার ইসরায়েলের নেই। তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়ায়েজি। তিনি বলেন, ইরানসহ এই অঞ্চলের মানুষ দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরণের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়। মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চায়।

আজ বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে এ কথা বলেছেন তিনি। ওয়ায়েজি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার দখলদার ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত না হয়ে অন্য দেশগুলোর সরকারের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়। যাইহোক ইসরায়েলের বর্তমান হুমকি কেবলি তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।

এর আগে, গতকাল মঙ্গলবার বর্ণবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেছেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। এর পরই ইরান ইসরায়েলের এই দাবি নিয়ে মুখ খুললো। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর