আমেরিকা বিশ্বমঞ্চে ফিরেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, করোনা মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও ইরানের পারমাণবিক সংকট সমাধানে ওয়াশিংটন পুরোদমে কাজ করবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এসব কথা বলেন।
এছাড়া, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তথ্য প্রকাশ নিয়ে চীনের স্বচ্ছতার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি করোনার টিকা প্রকল্প নিয়ে ব্লিঙ্কেন জানিয়েছেন, জাতিসংঘের কোভাক্স টিকা প্রকল্পে ৪০০ কোটি ডলার সহায়তা দেবে।
তিনি বলেছেন, ‘বিশ্বের প্রত্যেককে টিকা না দেওয়ার আগ পর্যন্ত কেউ-ই পুরোপুরি নিরাপদ নয়। কারণ ভাইরাস থাকলে এবং বিস্তার ঘটাতে থাকলে এর রূপও বদল ঘটতে থাকবে। রূপ বদল ঘটালে এটি ফিরে আসবে এবং সব জায়গায় সংক্রমণ ঘটাবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ