চীনা ধনকুবের জ্যাক মা'র সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। আরও চাপে পড়তে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের জরিমানার বোঝা চাপিয়ে দেওয়া হতে পারে জ্যাকের সংস্থার উপরে। খবর সংবাদ প্রতিদিনের।
আলিবাবার বিরুদ্ধে দেশের বাণিজ্যে একাধিপত্য বিস্তার করে একচেটিয়া ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে।এর আগে, ২০১৫ সালে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকমের বিরুদ্ধেও এমনই অভিযোগ এনেছিল চীন। তাদের জরিমানা করা হয় ৯৭ কোটি মার্কিন ডলার।
উল্লেখ্য, গত অক্টোবরে একটি বক্তৃতায় চীনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জ্যাক মা। দেশের শিল্পক্ষেত্রে শি জিনপিং সরকারের নাক গলানোর সমালোচনা করেছিলেন তিনি। তারপর থেকেই তার বিরুদ্ধে সরকারের আচরণ দেশের বাকি ব্যবসায়ীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক