নওরোজেই নয় প্রতিদিনই আমরা আমাদের জানবাজি রেখে প্রিয় স্বদেশের নিরাপত্তা ও সম্মান অটুট রাখবো বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল সৈয়দ আবদুর রহিম মুসাভি। তিনি নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা বলেন। খবর পার্সটুডের।
তিনি বলেছেন, ইরানের সেনাবাহিনীর প্রচুর যোদ্ধা জাতির সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে স্থল সীমান্তসহ সকল প্রতিরক্ষা ঘাঁটিতে যথারীতি সার্বিক সুরক্ষা প্রস্তুতি নিয়ে উপস্থিত রয়েছেন।
রহিম মুসাভি আরও বলেন, ইরানের সেনাবাহিনী স্থল, বিমান, নৌ-বিভাগসহ সকল প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। কারিগরী সক্ষমতা বৃদ্ধির স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত সরঞ্জামসহ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উত্পাদনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোসহ এ ক্ষেত্রে তৎপর অন্যান্য প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক