গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যকে ‘অসংলগ্ন, মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। এতে মনের দিক থেকে ক্ষুব্ধ হন ট্রাম্প। ঘোষণা দেন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনার।
যেমন কথা তেমন কাজ। এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর সিএনএন’র।
প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে এ তথ্য জানান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানান মিলার।
বিডি প্রতিদিন/কালাম