দেশে সুশাসন ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে বিক্ষোভকারীরা এখন নিজেরাই জান্তা সরকারকে প্রতিরোধে ‘পিপলস আর্মি’ গঠনের সিদ্ধান্ত নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
মিয়ানমারের ২৭ বছরের তরুণ অং এ বছরের ১ ফেব্রুয়ারির আগে পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। তবে গত দেড় মাসে জান্তা সরকারের বর্বরতা দেখার পর এখন সেনাবাহিনীর প্রতি তীব্র ঘৃণা জন্মেছে তার। ইয়াঙ্গুনের একটি গোপন আস্তানা থেকে গার্ডিয়ানকে তিনি বলেন ‘আমি তাদের ঘৃণা করি।’
মিয়ানমারের বেসামরিক সরকার বলে ঘোষণা দেয়া ‘কমিটি ফর রিপ্রেজেন্টিং পিদাংসু হ্লুত্তাউ (সিআরপিএইচ) এর ডাকে উৎসাহিত তরুণী হ্লিয়াং (৩০) বলেন, ‘বেসামরিক জনগণ নিরাপত্তা বাহিনীকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা তরুণরা দেশের কয়েকটি জাতীগত সশস্ত্র গোষ্ঠির সঙ্গে যোগাযোগ করছি। আমি আমার স্বামী ও ভাইকে সিপিআরএইচ’এর আর্মিতে যোগ দিতে বলবো।’
সিআরপিএইচ এর মন্ত্রী ড.জ ওয়াই সোয়ি গত বৃহস্পতিবার টুইটারে বলেন, ‘ফেডারেল আর্মিসহ শীঘ্রই একটি ফেডারেল ইউনিয়ন জন্ম নেবে।’
বিডি প্রতিদিন / অন্তরা কবির