আফগানিস্তান এবার সরাসরি জানিয়ে দিলো প্রতিবেশী দেশকে বিনামূল্যে পানি দিতে রাজি নয়। ইরানের কাছে পানির বদলে তেল চাইল দেশটি। দু’দেশের মধ্যে কয়েক দশকের পানি চুক্তি রয়েছে। তবে বাড়তি পানির আবদার প্রসঙ্গে সম্প্রতি বিনিময় মূল্য চাইলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি এমনটাই দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার নিমরোজ প্রদেশে হেলমান্দ নদীর ওপর কামাল খান বাঁধ উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ঘানি জানান, ইরানের সঙ্গে অনেকে দশকের পানি চুক্তি মোতাবেক ন্যায্য পানির হিস্যা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আফগানিস্তান। তবে কোটার বাইরে পানি চাইলে আফগানিস্তানকে অন্য কিছু দিতে হবে।
তার ভাষ্য, আপনারা যদি আমাদের তেল দেন, এর প্রতিদানে অতিরিক্ত পানি চাইতে পারেন। কাউকেই বিনামূল্যে পানি দেওয়া হবে না। তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, ১৯৭২ সালের চুক্তি অনুসারে হেলমান্দ নদীর ওপর দুই দেশের পানির হিস্যা সুস্পষ্ট। সূত্র : ভয়েস অব আমেরিকা ও ফ্লিপবোর্ড।
বিডি-প্রতিদিন/শফিক