৬ এপ্রিল, ২০২১ ২২:০৯

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০

অনলাইন ডেস্ক

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের দমাতে কড়া অবস্থানে রয়েছে সেনাসরকার। এই অবস্থায় মিয়ানমারে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে দেশটিতে সোমবার পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজার সাত শ’ ২৮ জনকে বন্দী করেছে সামরিক জান্তা। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরও ৪৪৩ জনের বিরুদ্ধে। সাধারণ নাগরিকদের ঘরে ঘরে হানা দিচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী, বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি হঠাৎই শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মিয়ানমার সেনাপ্রধান। এই অভ্যুত্থানের প্রতিবাদে পথে নামে দেশের আমজনতা। কোথাও তারা বিক্ষোভ দেখাচ্ছে, তো কোথাও আবার শান্তিপূর্ণ অবস্থান করছে। তাদের দমাতে গুলি চালাচ্ছে সেনাসরকার।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর