ইরানের একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটেছে লোহিত সাগরে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছয়টায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। কীভাবে এবং কেন বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটি আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক স্টেশন হিসেবে লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ পথে অবস্থান করছিল।
উল্লেখ্য, কিছু দিন আগে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ সাগরে হামলার শিকার হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক