আততায়ীদের হামলায় আফ্রিকার দেশ নাইজেরিয়ার এক সেনা অফিসারসহ ১০ সৈনিক নিহত হয়েছেন। দেশটির বেনু রাজ্যে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্স এর।
জানা গেছে, রুটিন অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে সেনারা নিখোঁজ হয়। এরপর অনুসন্ধান এবং উদ্ধারকারী দল তাদের মৃতদেহ খুঁজে পায়। ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলছে।
নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা জানান, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এই ঘটনাকে ‘বিনা উসকানিতে’ আক্রমণ বলেও মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/শফিক