১৮ এপ্রিল, ২০২১ ০৯:১২

ফিলিপের শেষ বিদায়ে একা বসে ছিলেন রানি এলিজাবেথ

অনলাইন ডেস্ক

ফিলিপের শেষ বিদায়ে একা বসে ছিলেন রানি এলিজাবেথ

ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মহামারী করোনাভাইরাসের কারণে সবার মুখে ছিল মাস্ক। শারিরীক দূরত্ব বজায় রাখা হয়েছিল পুরো অনুষ্ঠানে। শেষকৃত্যে একা বসেছিলেন রানি। মরদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাজপরিবারের সবার পিছনে হাঁটছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

৭৩০ জনের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য অনুষ্ঠানে অংশ নেন। তবে সেন্ট জর্জ চ্যাপেলে প্রবেশের অনুমতি ছিল মাত্র ৩০ জনের।

গত ৯ এপ্রিল উইন্ডসর ক্যাসলে মারা যান প্রিন্স ফিলিপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। ল্যান্ড রোভারে করে তার মরদেহ সেন্ট জর্জ চ্যাপেলে নিয়ে যাওয়া হয়।

গাড়ির ঠিক পিছনেই ছিলেন প্রিন্সেস অ্যান ও প্রিন্স চার্লস। সঙ্গে ছিলেন প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্স অ্যান্ড্রু। পিছনে ছিলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি এবং তাদের সঙ্গে ছিলেন তাদের চাচাতো ভাই পিটার ফিলিপস। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর