ইসরায়েল এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। বলা হচ্ছে, ইসরায়েল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না হলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে তেল আবিব।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ইসরায়েলের পাঠানো এক বার্তায় এ হুমকি দিয়েছে।
জানা গেছে, গাজা থেকে রকেট বর্ষণের বিষয়টিকে কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে গতকাল সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে।
গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী উপশহরগুলোতে গত প্রায় চারদিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এর ফলে ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক