১০ মে, ২০২১ ১০:২৭

চীনের সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে ‘গুরুতর উদ্বিগ্ন’ জাপান

অনলাইন ডেস্ক

চীনের সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে ‘গুরুতর উদ্বিগ্ন’ জাপান

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে বেইজিংয় যা করছে, তা ‘গুরুতর উদ্বেগের’ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন। 

অন্যদিকে, পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টিতে চীনের ভূমিকা, তাইওয়ান ও হংকং-এর আশেপাশে চীনের সামরিক তৎপরতা নিয়েও চিন্তিত তিনি। সম্প্রতি লন্ডনে গ্রুপ অব সেভেনের (জি-৭) মন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সাম্প্রতিক ক্রমবর্ধমান ইস্যুগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আগামী জুনে বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষ সম্মেলন উপলক্ষে এ বৈঠক করা হয়। এছাড়াও গত সোমবার (৩ মে) মোতেগি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে চীনকে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।  

বৈঠকে তারা পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টির যে কোনও একতরফা অপচেষ্টার বিরোধিতা করতে সম্মত হন। এছাড়াও তারা জিনজিয়াংয়ে উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।  

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর