চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিমরা এ বছরও স্বতঃস্ফূর্তভাবে পবিত্র রমজানে রোজা রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে। চীনের আইনে ধর্ম পালনে বাধা নেই। তবে বাস্তবে ধর্মীয় অনুশীলন করতে হয়ে সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে। চীনে অল্পবয়সীদের রোজা রাখা নিষিদ্ধ। সরকারের কড়াকড়ির কারণে মসজিদে মুসল্লিদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে গেছে।
চীনের কারখানাগুলিতে ধর্মীয় অনুশীলন নিষিদ্ধ। তবে বাসায় কিংবা মসজিদে যেতে বাধা নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। গত ৬ মে Ramadan in China: Faithful dwindle under limits on religion শিরোনামের এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, চীনের জিনজিয়াংয়ে মসজিদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। স্থানীয় একটি মসজিদের ইমাম জানান, এক দশক আগে শুক্রবার মসজিদে ৪ হাজার থেকে ৫ হাজার মুসল্লির জমায়েত হতো। এখন তা ৮০০ থেকে ৯০০ এর মধ্যে নেমে এসেছে।
পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানী বেশ কিছু প্রতিবেদনে দেখা গেছে, চীন বহুকাল ধরেই জিনজিয়াং-এর উইঘুর ও অন্যান্য মুসলিমদের ওপর ধর্মীয় নিপীড়ণ চালিয়ে যাচ্ছে। কমিউনিস্ট পার্টির প্রতি উইঘুরদের সমর্থন আদায়ে নানা ধরনের কৌশল নিচ্ছে তারা। উইঘুরদের বাধ্য করা হচ্ছে কমিউনিস্ট শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য।
বিডি প্রতিদিন/ফারজানা