ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচ ও তার রুশ বান্ধবী সোফিয়া সাপিগাকে গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মহলের চাপে পড়ে এবার ‘বন্ধু’ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, শুক্রবার রাশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন লুকাশেঙ্কো। কৃষ্ণসাগরের ধারে রুশ শহর সোচিতে বৈঠক করবেন দুই রাষ্ট্রপ্রধান। ইউরোপের দেশগুলোর সঙ্গে মিনস্কের সংঘাত যত বৃদ্ধি পেয়েছে ততই লুকাশেঙ্কোকে মদত দিয়েছেন পুতিন।
বেলারুশের এই কাজকে উড়োজাহাজ ‘ছিনতাই’ হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। এই নজিরবিহীন ঘটনার জন্য বেলারুশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ