অতিমারীর করোনার প্রথম ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময়ে দেশটির পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই কথা কিছুদিন আগেই একবাক্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, ভারতের সাহায্যের কথা যুক্তরাষ্ট্র কোনও দিন ভুলবে না। আরও বলেন, এবার সময় হয়েছে ভারতের পাশে দাঁড়ানোর।
সরকারি কাজে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাইডেন প্রেসিডেন্ট পদে বসার পর জয়শঙ্করই প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখলেন। সাংবাদিকদের তিনি জানান, 'অনেক কিছু আলোচনা করার আছে। আমার মনে হয়, আমাদের সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে এবং আগামী দিনে তা আরও জোরদার হবে, তা নিয়ে আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের সাহায্য ও পাশে থাকার জন্য আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই।'
মার্কিন সচিব বলেন, 'আমেরিকা এবং ভারতের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং দিন দিন ফলপ্রসূ হচ্ছে।' মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষার কৌশল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র: বিজনেস টুডে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত