১৬ জুন, ২০২১ ০৯:৪২

বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া পাচ্ছেন কাশ্মীরের কৃষকরা

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া পাচ্ছেন কাশ্মীরের কৃষকরা

ভারত থেকে বিশ্বের প্রথম তরল ন্যানো ইউরিয়া পাচ্ছেন জম্মু-কাশ্মীরের কৃষকরা। পরিবেশ বাঁচানো এবং মাটি উর্বর রাখার লক্ষ্যে এটা একটি ঐতিহাসিক উদ্যোগ। মাত্র আধা লিটার তরল ন্যানো ইউরিয়া এক বস্তা ইউরিয়ার সমান কাজ করবে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি বিকাশের উদ্দেশ্যে গুজরাটের কলোল এলাকা থেকে ভার্চ্যুয়ালি এই ইউরিয়ার প্রথম চালানের উদ্বোধন করেন। তিনি বলেন, 'কৃষি বিজ্ঞানী ও কৃষকদের ইউরিয়ার ব্যবহার হ্রাস করতে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ বাস্তবে পরিণত হয়েছে, যা জম্মু ও কাশ্মীরের কৃষি ক্ষেত্রে সংস্কার আনবে। এই তরল ন্যানো ইউরিয়া জম্মু ও কাশ্মীরের কৃষি খাতে একটি নতুন বিপ্লব আনতে পারে।'  

লেফটেন্যান্ট গভর্নর আরও বলেন, 'লিকুইড ন্যানো ইউরিয়া ব্যবহারের ইতিবাচক দিকগুলি হলো এটি কৃষি পদ্ধতির তথ্যমূলক পরিবর্তন আনবে এবং কৃষকদের, বিশেষ করে ঐতিহ্যবাহী এবং উচ্চ মূল্যের ফসলের সাথে জড়িতদের উপকৃত করবে।'

এছাড়াও তিনি বিশ্বের প্রথম তরল ন্যানো ইউরিয়া বিকাশের জন্য আইএফসিও (ইন্ডিয়ান ফার্মার্স সারসমবায় লিমিটেড) এবং তার পুরো দলের সদস্যদের অভিনন্দন জানান।  

    
বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর