২০ জুন, ২০২১ ১৪:৪০

কঠোর পরিশ্রমী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব : রাইসি

অনলাইন ডেস্ক

কঠোর পরিশ্রমী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব : রাইসি

ইব্রাহিম রাইসি। ফাইল ছবি

‘কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবেন বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এই বিবৃতি দেন।  

১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনকে তিনি ‘ঐতিহাসিক’ ও ‘প্রবল আবেগপূর্ণ’ বলে উল্লেখ করে বলেন, ১৮ জুন বিশ্ব নতুন করে ইরানি জাতির সৃষ্টি করা মহাকাব্য দেখেছে, যা আধুনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।   

রাইসি জানান, তিনি নিজে পুরো দেশবাসীকে মনেপ্রাণে ধারণ করেন এবং তিনি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন সেবক। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা কোনো কারণে যারা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি- তিনি সবারই সেবক। 

ইরানের এ বিজয়ী প্রার্থী বলেন, প্রিয় দেশবাসী। গতকাল আপনারা সমস্ত সততা দিয়ে আপনাদের প্রতিশ্রুতি পালন করেছেন, আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তার প্রতি এবার সম্মান দেখানোর পালা এই খাদেমের এবং এই কাজে এক মুহূর্তের জন্যও আমি উদাসীন হব না। প্রিয় ইরানি জনগণ, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আপনারা যে অনন্য আস্থা আমার ওপর রেখেছেন সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমি একটি পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব।’

সূত্র : পার্সটুডে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর