আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
কাবুলের এই ভয়াবহ বিস্ফোরণে আমেরিকার চেয়েও বেশি যোদ্ধা হারিয়েছে তালেবান।
তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ভয়াবহ এই জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, “৩১ আগস্টে মধ্যেই সকল বিদেশি সেনাকে আফগানিস্তানের মাটি ত্যাগ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর কোনও কারণ নেই।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম