পানশির ছাড়া অন্য আফগানিস্তানের ৩৩টি প্রদেশ তালেবানের দখলে। পানশির দখলে রেখেছে আহমাদ মাসুদের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। তারা মূলত তালেবান বিরোধী। তীব্র লড়াইয়ের মধ্যে দুই পক্ষ থেকেই প্রদেশটি দখলের বিষয়ে দাবি তোলা হলেও সেখানে প্রকৃতপক্ষে কোন অবস্থা বিরাজ করছে, তাও পরিষ্কার নয়।
এদিকে, পানশিরে তালেবানের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া আহমাদ মাসুদ বলেছেন, লড়াই বন্ধ করতে তিনি ধর্মীয় নেতাদের সমঝোতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি তালেবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি।
রবিবার রাতে এনআরএফ এর ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন তিনি।
আহমাদ মাসুদ বলেন, নীতিগতভাবে এনআরএফ বর্তমান সমস্যার সমাধানে রাজি। তিনি বলেন, শান্তি স্থায়ী করতে এনআরএফ যুদ্ধ বন্ধে রাজি। তবে শর্ত হলো-তালেবানকেও পানশির এবং আনদারাবে আক্রমণ বন্ধ করতে হবে।
এর আগে তালেবান মুখপাত্র বেলাল করিমি টুইট বার্তায় বলেন, তালেবান যোদ্ধারা পানশিরের রাজধানী বাজারাক সংলগ্ন রুখাহ জেলা কেন্দ্র দখল করে নিয়েছে। ব্যাপক সংখ্যক বিদ্রোহী যোদ্ধা হতাহত হয়েছে। অনেক সংখ্যক কারাবন্দীকে মুক্ত করা হয়েছে এবং সামরিক যান দখল করা হয়েছে।
গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। উপত্যকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আলজাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন