২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫১
খবর বিবিসি'র

ইউরোপের ইতিহাসে প্রথম ; পার্লামেন্টে ৫২ শতাংশ আসনই নারীর

অনলাইন ডেস্ক

ইউরোপের ইতিহাসে প্রথম ; পার্লামেন্টে ৫২ শতাংশ আসনই নারীর

সংগৃহীত ছবি

ইউরোপের আইসল্যান্ডের পার্লামেন্টে ৫২ শতাংশ আসনই থাকছে নারী প্রার্থীদের দখলে। ইতিহাসে প্রথমবারের মতো নারী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে পার্লামেন্ট। তবে ইউরোপের আর কোনো দেশের পার্লামেন্টের ৫০ শতাংশ আসনও নারীদের দখলে নেই।

লিঙ্গ সমতার দিক থেকে বিশ্বে এগিয়ে রয়েছে আইসল্যান্ড। বিশ্বের অন্যতম লিঙ্গবৈষম্যহীন দেশ হিসেবে বেশ কয়েকবছর ধরে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এগিয়ে আছে দেশটি। দেশটিতে সন্তান হওয়ার পর নারী ও পুরুষ সমান সংখ্যক ছুটি পান। ১৯৬১ সালে নারী ও পুরুষদের জন্য সমান বেতনের আইন পাস হয় আইসল্যান্ডে। ১৯৮০ সালে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিতও হয় আইসল্যান্ডেই।

বিবিসি রবিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ৬৩ আসনের মধ্যে ৩৩টি আসনেই নারী প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন। ২০১৭ সালের নির্বাচনে আইসল্যান্ডের পার্লামেন্টে মাত্র নয়টি আসন পেয়েছিলেন নারী প্রার্থীরা। 

এদিকে, জার্মানির পার্লামেন্টে নারীরা ৪৭ শতাংশ আসন জিতেছেন। অন্য দেশের মতো ইউক্রেনের পার্লামেন্টে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন নেই। তবে কয়েকটি দল নির্বাচনে নির্দিষ্ট সংখ্যক নারী প্রার্থীর বিধান রেখেছে।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর