রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয়বারের মতো দেশটিতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে ৯ জন মারা যান। এ সময় অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।
দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন। তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত