বাহরাইনে যে ইসরায়েল দূতাবাসের উদ্বোধন করা হবে, তার কলঙ্ক মুছতে পারবে না মানামা বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের বাহরাইন সফরের কঠোর নিন্দা ও সমালোচনা করে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। খবর পার্সটুডের।
তিনি বলেছেন, এই সফরের আয়োজন করে বাহরাইনের শাসকরা অমোচনীয় কলঙ্কের ভাগীদার হলেন। লাপিদ মানামায় ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের ধ্বংসাত্মক উপস্থিতি জোরদার করার প্রকল্প এ অঞ্চলের উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে।
ইহুদিবাদী ইসরায়েল প্রতিদিন ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করে তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করারও সমালোচনা করেন খাতিবজাদে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাহরাইনে দূতাবাস খুললেই ইসরায়েলি কর্তৃপক্ষ বৈধতা পাবে না এবং আল-কুদস মুক্ত করার প্রচেষ্টার ওপরও কোনো প্রভাব ফেলতে পারবে না।
বিডি-প্রতিদিন/শফিক