ইরান বলেছে, উন্নয়নশীল দেশগুলোর ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তা মানবতাবিরোধী অপরাধ।
শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির বৈঠকে এ কথা বলেছেন। এ কমিটি বিশ্ব অর্থ ব্যবস্থা ও অর্থনীতি নিয়ে কাজ করে থাকে। খবর-পার্সটুডের।
রাভাঞ্চি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা মানবাধিকারের পরিপন্থী।
করোনাভাইরাসের মহামারিকে সারা বিশ্বের জেগে ওঠার আহ্বান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি আমাদেরকে উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। পাশাপাশি কিছু দেশের অনায্য, অবৈধ ও একতরফা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমারাদেরকে সতর্ক করেছে। যখন করোনাবিরোধী সম্মিলত ও বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন ছিল তখন কিছু দেশ স্বার্থপরতা প্রদর্শন করেছে।”
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন