একে একে আধুনিকতার ছোঁয়া বইতে শুরু করেছে সৌদি আরবে। আবারও দেশটিতে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। জানা গেছে, আসছে ডিসেম্বরে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (স্থানীয় সময়) দেশটির ফ্যাশন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বুরাক ক্যাকম্যাক এ ঘোষণা দেন।
বলা হয়েছে, রিয়াদের কালচার ভবনে আগামী ১০ ও ১১ ডিসেম্বর এই ফ্যাশন শো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অংশ নেবেন স্থানীয়, আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনারসহ ফ্যাশন অনুরাগীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই বর্ণাঢ্য আয়োজন ফ্যাশন এক্সপার্ট, পেশাদার মডেল এবং আগ্রহীদের জন্যও উন্মুক্ত থাকছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এতে ভার্চুয়ালি অংশ নিতে পারবেন যে কেউ। উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে সৌদি আরবে প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক