আগামী ১৬ অক্টোবর তুরস্ক সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। জার্মান চ্যান্সেলর হিসেবেই এটিই হবে তার শেষ তুর্কি সফর।
সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন মার্কেল।
বৈঠকে তুরস্ক ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার সম্পর্ক নিয়ে কথা বলবেন দুই নেতা। এছাড়া আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়া পরিস্থিতি নিয়েও কথা বলবেন তারা।
২০০৫ সাল থেকে দীর্ঘ প্রায় ১৬ বছর পর ক্ষমতাকেন্দ্র থেকে সরে দাঁড়াচ্ছেন চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত অবশ্য প্রথা অনুযায়ী দায়িত্ব পালন করে যাবেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন