শিরোনাম
১ ডিসেম্বর, ২০২১ ০৯:০৩

৫ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ৬ লাখেরও বেশি ভারতীয়

অনলাইন ডেস্ক

৫ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ৬ লাখেরও বেশি ভারতীয়

প্রতীকী ছবি

গত পাঁচ বছরে ৬ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়েছে।

লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন। 

একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। 

সূত্র: ইন্ডিয়া টুডে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর