হার্টের বড় সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি ব্যক্তি। তার নাম ডিজে ফার্গুসন। তার হৃদপিণ্ড প্রতিস্থাপন জরুরি ছিল। কিন্তু করোনা টিকা না নেওয়ায় ফার্গুসনের চিকিৎসাই করলেন না চিকিৎসকেরা। এমনই অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে আমেরিকার বস্টনের একটি হাসপাতালে।
ফার্গুসনের দাবি, টিকা নেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কো-মর্বিডিটি থাকা রোগীর টিকাকরণ জরুরি বলেই তাদের মনে হয়েছে। রোগীর স্বাস্থ্যের কথা চিন্তা করেই তাকে টিকা নিতে বলছেন তারা।
ফার্গুসনের পরিবারের দাবি, ৩১ বছরের ওই যুবকের অস্ত্রোপচার হচ্ছে না শুধুমাত্র তিনি টিকা নেননি বলে। তারা আরও জানিয়েছেন, এর আগে অন্যান্য প্রতিষেধক নেওয়ায় এখন করোনা প্রতিষেধক নিতে চাইছেন না হার্টের অসুখে ভোগা ফার্গুসন। এই অবস্থায় তার পরিবারের আবেদন, একে কোনও রাজনৈতিক বিষয় হিসেবে না দেখে মানুষের পছন্দের অধিকার হিসেবে দেখা হোক।
তবে এটাই প্রথম নয়। এর আগে একই রকম ঘটনা ঘটেছিল কলোরাডোয়। টিকা নিতে চাননি বলে কিডনির অসুখে ভোগা এক নারীর অস্ত্রোপচার করতে চাননি চিকিৎসকেরা। সূত্র: ইউএসনিউজ, সিবিএসনিউজ
বিডি প্রতিদিন/কালাম