ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
রুশ সামরিক অভিযান শুরুর পর দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইউক্রেনীয়রা। ২৪ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার ৩ মার্চ পর্যন্ত ১২ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে পাড়ি জমিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য দিয়েছে।
সংস্থাটির মতে, ওই আটদিনে মোট ১২ লাখ ৯ হাজার ৯৭৬ জন ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি গেছেন প্রতিবেশী দেশ বেলারুশে। আর বাকি অর্ধেক পাড়ি জমিয়েছেন অন্যান্য প্রতিবেশ দেশ- হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা ও রোমানিয়ায়।
এছাড়াও আরও বহু সংখ্যক মানুষ ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য দেশের অভ্যন্তরে ও বাইরে চলন্ত অবস্থায় আছে, জানিয়েছে ইউএনএইচসিআ। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম