ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তার আগে থেকেই বাড়ছে তেলের দাম। অভিযান শুরুর পর তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের প্রতি ব্যারেলে দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৮ দশমিক ১ ডলারে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৭ ডলারে।
সূত্র : ওয়েল প্রাইস
বিডি প্রতিদিন/ফারজানা