ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার একাধিক ভিডিও বস্তুনিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, মারিউপোল শহরের ওপর রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার হামলা করছে।
গত বৃহস্পতিবার থেকে এই শহরটি অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এই শহরে চার লাখ মানুষ বসবাস করে। শহরটি দখল করা গেলে একটি করিডোর তৈরি হবে, যেদিক দিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক এবং ডোনেটস্ক থেকে ক্রিমিয়ায় যাতায়াত করতে পারবে।
এদিকে, মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বড় ধরনের মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম