ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিল রাশিয়া। এই দুই শহর হল- মারিউপোল ও ভলনোভাখা।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা (রাশিয়ার সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও স্কাই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত এড়াতে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ হিসেবে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছে রাশিয়া।
ডোনেটস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের কর্মকর্তা পাভলো কিরিলেনকোর বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় দুপুর একটা) সাময়িক অস্ত্রবিরতি শুরু হবে।
তবে মারিউপল সিটি কাউন্সিল জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা (বাংলাদেশ সময় দুপুর ৩টা) থেকে স্থানীয় সময় বিকাল ৪টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য সাময়িক এই অস্ত্রবিরতি কার্যকর থাকবে।
শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিউপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের অভিযানকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন। সূত্র: বিবিসি, স্কাই নিউজ
বিডি প্রতিদিন/কালাম