রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেন যুদ্ধ বিষয়ে আগামীকাল রবিবার (৬ মার্চ) তিনি এই কথা বলবেন বলে তার মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন।
ইব্রাহিম কালিন বলেন, তুরস্ক এই সংকট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুরস্কের প্রস্তাবের পুনরাবৃত্তি করেন। সেইসঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তুরস্ক মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ