ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত পতন ঘটেছে যেসব শহরের তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে খেরসন। কিন্তু শহরটি রুশ বাহিনীর কাছে পতন হলেও এর বাসিন্দারা রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।
শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা চিৎকারে বলতে থাকেন, রাশিয়ান গো হোম, খেরসন ইউক্রেনের।’
সোশাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করছে। কৃষ্ণ সাগর এবং দিনেপার নদীর তীরে খেরসন একটি গুরুত্বপূর্ণ বন্দর।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন