রাশিয়ায় সামরিক আইন (মার্শাল ল) জারি করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘আমাদের এখন এমন অবস্থা তৈরি হয়নি। আমি আশা করছি এমন পরিস্থিতি তৈরিও হবে না।’ খবর বিবিসির।
অ্যারোফ্লোটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। জাতীয় টেলিভিশনে ধারণ করা ভিডিওতে প্রেসিডেন্ট পুতিন বলেন, কেবল ‘বহিরাগত আগ্রাসনের ক্ষেত্রে, সামরিক কার্যকলাপের জন্য নির্ধারিত এলাকার’ ক্ষেত্রে এমনটা করা হবে।
কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, মার্শাল ল ঘোষণার পরিকল্পনা করছেন পুতিন। এই সামরিক আইন জারি করলে অন্য সব আইন স্থগিত হয়ে যায় বা সরকারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। পুতিন বলেন, অন্যান্য বিশেষ জরুরি অবস্থা রয়েছে যেগুলো ‘বড় ধরনের বাহ্যিক হুমকির’ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে সেগুলোও চালুরও পরিকল্পনা করা হচ্ছে না।
বিডি-প্রতিদিন/শফিক