চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ।
শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেভিড আরাখামিয়া বলেন, সোমবার তৃতীয় দফার আলোচনা শুরু হবে। তবে আর বিশদ বিবরণ দেননি তিনি।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।
তবে এসব আলোচনা থেকে এখন পর্যন্ত খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি।
বিডি প্রতিদিন/এমআই