ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তার দেশ সন্ধিক্ষণে (টার্নিং পয়েন্ট) প্রবেশ করছে।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, বলা কঠিন—আমাদের মাতৃভূমি স্বাধীন করতে কত দিন লাগবে। তবে এটা বলা সম্ভব যে, আমরা এটা করব।
কিয়েভের সড়ক থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য পানে, বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি।
এর আগে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাস্তবসম্মত কথপোকথন হয়েছে। তাকে যুদ্ধের পরিস্থিতি ও বেসামরিক মানুষদের বিরুদ্ধে রাশিয়ার করা অপরাধ সম্পর্কে অবহিত করেছি। আমরা ইউক্রেনের নিরাপত্তা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে আরও পদক্ষেপের বিষয়ে সম্মত হয়েছি।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল