মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধারে বাধা দিচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশের বিপক্ষে এমন অভিযোগ করেছে ইউক্রেন সরকার।
ইউক্রেনের দাবি, মারিওপোলে এ পর্যন্ত দেড় হাজার মানুষ মারা গেছে। হীমাঙ্কের নীচে তাপমাত্রা হওয়ায় অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে।
যদিও শুক্রবার ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছিলো, সাতটি মানবিক করিডোর দিয়ে মারিওপোলসহ বিভিন্ন শহরে উদ্ধার কাজ চলছে।
তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও জানিয়েছিলেন, মানবিক করিডোর দিয়ে সাধারণ নাগরিকদের উদ্ধারে সব ধরণের সহায়তা করবে রাশিয়ার সেনাবাহিনী।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল