হোয়াইট হাউস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ৩০ প্রভাবশালী টিকটকারের সঙ্গে বৈঠক করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে এই অনুপ্রেরণাদায়ী টিকটকারদের ব্রিফ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়।
ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ইউক্রেন ইস্যু নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা ম্যাট মিলার টিকটকারদের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য নিয়ে ব্রিফ করেন।
জুম বৈঠকে বিশিষ্ট টিকটকারদেরকে— যুক্তরাষ্ট্র কিভাবে রাশিয়ার পরমাণু উত্তেজনা হ্রাস করবে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ডলার কিভাবে ব্যয় করা হচ্ছে, এসব নিয়েও আলোচনা করা হয়।
বিবিসির খবর অনুসারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টিকটক’ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে বাইডেন প্রশাসন ব্যাপকভাবে টিকটকের সহায়তা নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল