ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লুহানস্কের ৭০ শতাংশ এলাকা রাশিয়ার সেনারা দখল করে নিয়েছে। এমন দাবিই করেছেন লুহানস্কের ওবলাস্টের শহরের গভর্নর সেরহি হাইদাই।
আর যেটুকু এলাকা এখনও ইউক্রেনের দখলে আছে, তাতে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। এতে অনেক বেসামরিক অনেক নাগরিক আহত ও নিহত হচ্ছেন বলেও দাবি করেছেন ওই মেয়র।
এক ফেসবুক পোস্টে হাইদাই জানিয়েছেন, লুহানস্কে কোনো মানবিক করিডোর নেই, যা দিয়ে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল