শরণার্থী নিয়ে নিজেদের বড় কথা রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য, দেশটি ইউক্রেনের শরণার্থী আশ্রয় দেওয়ার বিষয়ে টালবাহানা করায় এমন মন্তব্যই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ’র সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ম্যাক্রো যুক্তরাজ্যের ভিসা নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘বড় বড় কথা বলা সত্ত্বেও ব্রিটিশ সরকার ভিসা নীতি আগের মতোই রেখেছে। তার মানে দাঁড়ায় তারা কোনোভাবেই সাগ্রহে ইউক্রেনের শরণার্থীদের স্বাগত জানাচ্ছে না।অথচ এই মানুষগুলো বলছেন, হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করছি ভয়াবহ দিন-রাত পার করা ইউক্রেনের নারী-পুরুষ যারা ইউরোপ পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছেন, তাদের সাথে আরও ভালো ব্যবহার করা হবে।’
যদিও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, এখন ইউক্রেনীয়দের জন্য ভিসা সহজ ও দ্রুত করার প্রক্রিয়া চলছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল