ইউক্রেনে চিকিৎসা সহায়তা নিয়ে আরও ছয়টি বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদের অভিযোগ ইউক্রেনে চিকিৎসা সেবার ওপর হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে রাশিয়া।
জাভিদের দাবি, এখন পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য সেবা লক্ষ্য করে ২৫টির বেশি হামলা চালিয়েছে রাশিয়া। তিনি বলেন, ‘এটা যুদ্ধাপরাধ, রাশিয়াকে অবশ্যই এর মূল্য দিতে হবে।’
তবে রাশিয়ার দাবি, কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমারা ভুয়া খবর ছড়াচ্ছে।
শনিবার বার্মিংহামের একটি হাসপাতাল পরিদর্শনকালে জাভিদ আরও জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা উচিত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল