ওয়াশিংটন চাইলে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছে রাশিয়া। শনিবার রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ এ কথা জানিয়েছেন।
মস্কো প্রস্তুত থাকলেও রাশিয়ার সাথে এমন আলোচনায় বসার কোনো ইঙ্গিত এখনও দেয়নি যুক্তরাষ্ট্র। তারপরও রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে আগেই নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। তবে এখন আর আগের অবস্থা নেই। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে।
এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুশ মহাকাশ সংস্থা রসকসম হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সংস্থাটির দাবি, রাশিয়ার সহায়তা ছাড়া পশ্চিমারা মহাকাশ স্টেশন টিকিয়ে রাখতে পারবে না।
রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন তাই দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন। তার দাবি, এই নিষেধাজ্ঞার ফলে মহাকাশ স্টেশনের দেখাশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। সবমিলিয়ে যার ফল হতে পারে ৫০০ টন ওজনের মহাকাশ স্টেশন সাগর কিংবা ভূমিতে ভেঙে পড়তে পারে।
আগেও রোগোজিন হুমকি দিয়েছিলেন, আমেরিকা কিংবা ইউরোপের ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন। তার দাবি, এটা ভারত কিংবা চীনের ভূখণ্ডেও পড়তে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল