কিয়েভে রাশিয়ার হামলা সফল হতে চলেছে কি না তা নিয়ে ন্যাটোর সাবেক উপ মহাসচিব রোজ গোটেমোয়েলার কথা বলেছেন। বিবিসির সঙ্গে তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী কিয়েভ অভিযানে কতটা সফল হতে পারবে তা নিয়ে তার সন্দেহ রয়েছে।
গোটেমোয়েলার বলেন, রাশিয়ার সেনাবাহিনীর কাছে যথেষ্ট সামরিক সরঞ্জাম নেই বলে তিনি মনে করেন। তাদের রসদও শেষ হয়ে আসছে। ফলে রাশিয়ার সেনাবাহিনীর আবার সুসংগঠিত হওয়া কঠিন।
এদিকে রুশ সামরিক অভিযানের ১৭তম দিন ইউক্রেনের প্রায় প্রতিটি প্রধান শহর রুশ বিমান হামলায় প্রকম্পিত এবং রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য ঘিরে ফেলেছে রাশিয়া। এমন সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে একটি কৌশলগত সন্ধিক্ষণে (টার্নিং পয়েন্ট) পৌঁছেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, এটা বলা অসম্ভব যে আমাদের মাতৃভূমি মুক্ত করতে আরও কত দিন লাগবে। তবে এটা বলা সম্ভব যে আমরা এটি করব।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে আমাদের লক্ষ্য, আমাদের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি।
সূত্র: সিএনএন, বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল